Site icon Jamuna Television

আন্দোলনের ৩য় দিন যেমন যাচ্ছে বশেমুরবিপ্রবিতে

৪ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

স্টাফ রিপোটার্, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রশাসনের বেধে দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম পার হওয়ার পর ৩য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ২০ মিনিটে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ৪ দফা দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসনের বেধে দেয়া ২৪ ঘন্টা সময়সীমা পার হওয়ার পর শিক্ষার্থীরা গতকাল  বিকেল চারটা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

/এসএইচ

Exit mobile version