Site icon Jamuna Television

যুদ্ধ না করার আহ্বান রাশিয়ান টেনিস তারকার

খেলা শেষে টিভি ক্যামেরায় 'নো ওয়ার প্লিজ' লিখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্দ্রে রুবলেভ

যুদ্ধ না করার আহবান জানিয়েছেন রাশিয়ান টেনিস তারকা আন্দ্রে রুবলেভ। এর আগে শান্তি আহবান করেছিলেন বর্তমানে টেনিসের এক নাম্বার তারকা ড্যানিল মেদভেদেভও।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেন রুবলেভ। তখনই হাতে কলম তুলে নিয়ে একটি টিভি ক্যামেরায় তিনি লিখেন ‘নো ওয়ার প্লিজ’। রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করছে, তখনই আর যুদ্ধ না করার আহবান জানিয়েছেন দেশটির এ তারকা টেনিস খেলোয়াড়।

প্রসঙ্গত, গত সপ্তাহে রুবলেভ মার্সেইল ডাবলের শিরোপা জেতেন। সেখানে তার পার্টনার ছিলেন ইউক্রেনিয়ান ডেনিস মলকানোভ।

/এসএইচ

Exit mobile version