Site icon Jamuna Television

কানাডার সুপারশপ থেকে সরিয়ে ফেলা হচ্ছে রাশিয়ান মদ

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ হিসেবে নিজেদের সুপার শপ থেকে রাশিয়ার উৎপাদনকারী ভোদকা ও অন্যান্য অ্যালকোহল জাতীয় পানীয় সরিয়ে ফেলছে কানাডা। খবর ন্যাশনাল পোস্টের।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কানাডার অ্যালকোহল ও মাদক বিষয়ক সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে কানাডার অন্টারিও, ম্যানিটোবাসহ দেশটির বেশ কয়েকটি রাজ্যে এরই মধ্যে শুরু হয়েছে এ কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, কেবলমাত্র অন্টারিও প্রদেশেই ৬৭৯টি দোকান থেকে সরানো হবে এসব পণ্য।

উল্লেখ্য, রাশিয়ার অ্যালকোহল জাতীয় পানীয়ের বড় আমদানিকারক কানাডা। ২০২১ সালেও প্রায় ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের অ্যালকোহল পণ্য আমদানি করে দেশটি। এমনকি, হুইস্কির পর কানাডায় পানীয় হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রাশিয়ান ভোদকা।

/এসএইচ

Exit mobile version