Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে তিতে

ছবি: সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ বিশ্বকাপ পর্যন্তই ব্রাজিল দলের দায়িত্বে থাকছেন তিতে। এরপর চুক্তির মেয়াদ আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিতে। ব্রাজিলিয়ান একটি টিভিতে দেয়া সাক্ষাৎকারে এ সব তথ্য জানান তিনি।

২০১৬ সালে ব্রাজিল দলের দায়িত্ব নেন তিতে। তার অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। এরপর চার বছরের নতুন চুক্তি করেন তিনি। তার অধীনেই ২০১৯ কোপা আমেরিকা শিরোপা জয় করে ব্রাজিল।

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়েও দুর্দান্ত ফর্মে আছে সেলেসাওরা। কোনো ম্যাচ না হেরেই ইতিমধ্যে কাতারের টিকিট নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপেরও হট ফেভারিট তিতের ব্রাজিল।

আরও পড়ুন: ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দলের টিম বাসে বোমা বিস্ফোরণ

Exit mobile version