Site icon Jamuna Television

নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো, ভোট দেয়নি চীন-ভারত

ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে রাশিয়া। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আনা ওই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকেছে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের পাশাপাশি নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা রয়েছে রাশিয়ার। এই দেশগুলোর কোনো একটি ভেটো দিলে পরিষদে কোনো প্রস্তাব পাস হয় না।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করার পর থেকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদে অনেকবার বৈঠক হয়েছে৷ কিন্তু রাশিয়ার ভেটো ক্ষমতা থাকায় নিরাপত্তা পারিষদ রাশিয়ার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারেনি৷ এবারও তারা সেই ক্ষমতাই প্রয়োগ করেছে।

/এমএন

Exit mobile version