Site icon Jamuna Television

আবারও চড়া পেঁয়াজের বাজার

ছবি: সংগৃহীত।

নিত্যপণ্যের দরবৃদ্ধির তালিকায় চাল-ডাল-ভোজ্যতেলের সাথে এবার যুক্ত হয়েছে পেঁয়াজ। মাত্র দশ দিনের ব্যবধানে ৩০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। বরাবরের মতো বিক্রেতারা দিচ্ছেন সরবরাহ ঘাটতির অজুহাত। আর ক্রেতাদের অভিযোগ, নজরদারির দুর্বলতায় অস্থিতিশীল হচ্ছে বাজার।

কারওয়ান বাজারের পাইকারী আড়তগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ থেকে সর্বোচ্চ ৪৮ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, শীতের শুরু থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ থাকে। আর চৈত্রের মাঝামাঝি থেকে বাজারে আসতে শুরু করে হালি বা রাখি পেঁয়াজ। এই দুই জাতের পেঁয়াজ উৎপাদনের মাঝে এক মাসের ব্যবধান। এই সময়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দেয়। দামও বেড়ে যায়। তাদের অভিমত, ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে দাম আরও কমে আসবে।

মৌসুমে দু’বার পেঁয়াজের আবাদ হয়। আর এই সময়টাতেই অস্থিতিশীল করে তোলা হয় পেঁয়াজের বাজার। অনাবৃষ্টির কারণে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের আবাদ। সেইসাথে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি বলে মনে করেন বিক্রেতারা।

এসজেড/

Exit mobile version