Site icon Jamuna Television

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে মাদ্রাসা ছাত্র নিহত

নোয়াখালীর হাতিয়ায় দুর্বৃত্তদের হামলায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত একই পরিবারের আরও ৪ জন। রোববার দিবাগত রাতে খবির মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পৌর এলাকার খবির মিয়ার বাজার এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এতে রাশেদুল হক নান্টু ও শাহাদাৎ হোসেন নামে ২ জন আহত হয়।

এসময় মিরাজ উদ্দিন নামে একজনকে ধাওয়া করে তারা। পরে বাড়িতে ঢুকলে এলোপতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয় মাদ্রাসা ছাত্র নিরব। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া পথে নিরব মারা যায়।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিরবের বাবা মিরাজসহ আরও ৩ জন। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হামলা বলে ধারণা করছে পুলিশ।

Exit mobile version