Site icon Jamuna Television

ময়মনসিংহে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত ৫ ডাকাত দলের সদস্য।

ময়মনসিংহ:

ময়মনসিংহে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির সাত মেট্রিকটন লৌহ সামগ্রী। আটককৃতরা হলেন, শেরপুর শ্রীবর্দী ঝগড়ারচরের হানিফ মিয়া, চট্রগ্রামের লোহাগড়া উপজেলার সাদ্দাম হোসেন, নেত্রকোণা কলমাকান্দা উপজেলার মাসুদ মিয়া, চাঁদপুর সদরের নূর ইসলাম গাজী, জামালপুর সরিষাবাড়ি মোখলেস।

জানা গেছে, গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দু’টি পিকআপে করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আয়রন ফ্যাক্টরিতে ডাকাতি করে তারা। এসময় নৈশ্য প্রহরীকে বেঁধে অক্সিজেন সিলিন্ডারসহ সাত মেট্রিকটন লৌহ সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী স্টেশন রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তাদের গ্রেফতারের পর দেয়া জবানবন্দীতে গাজীপুর পুবাইল মাজুখান এলাকা থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এসজেড/

Exit mobile version