Site icon Jamuna Television

পূর্ব জেরুজালেমের জন্য ১৫০ মিলিয়ন ডলার দান করলেন সৌদি বাদশাহ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে শুরু হয়েছে আরব লিগ সম্মেলন। গতকাল শুরু হওয়া সম্মেলনের শুরুতেই সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এটিকে ‘জেরুজালেম সম্মেলন’ হিসেবে অভিহিত করেন।

একইসাথে তিনি পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মীয় বিভিন্ন স্থাপনা ও ঐতিহ্য রক্ষায় ১৫০ মিলিয়ন ডলার (১২ শ’ কোটি টাকা প্রায়) সহায়তা ঘোষণা করেন। এছাড়া ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ কার্যক্রম চালানো জাতিসংঘের কর্মসূচিতে আরও ৫০ মিলিয়ন ডলার (৪০০ কোটি টাকা প্রায়) দান করেন সৌদি বাদশাহ।

সম্মেলনের উদ্বোধন করে সালমান বিন আব্দুল আজিজ বলেন, ‘আমি আজকের সম্মেলনকে জেরুজালেম সম্মেলন হিসেবে ঘোষণা করছি। এটা এ কারণে যে, এর মাধ্যমে সারা বিশ্ব জানতে পারবে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আরবরা উদ্বিগ্ন।’

তেলাবিব থেকে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত এবং তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রদানের সমালোচনা করেন সৌদি বাদশাহ।

পূর্ব জেরুজালেমে মসজিদুল আক্বসা সহ আরও অনেক স্থাপনা রয়েছে যেগুলো মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ।

Exit mobile version