Site icon Jamuna Television

বুস্টার ডোজ দিলে বেনাপোল বন্দরে লাগবে না করোনা টেস্টের সনদ

বেনাপোল স্থলবন্দর। ছবি: সংগৃহীত।

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দর দিয়ে ভারতে ভ্রমণের ক্ষেত্রে করোনার বুস্টার ডোজ দেয়া থাকলে আর ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ প্রয়োজন নেই। শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে চালু হচ্ছে এই সুযোগ।

বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব যাত্রী দুই ডোজ টিকা গ্রহণ শেষে বুস্টার ডোজ নিয়েছেন, ভারতে যেতে তাদের আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের সনদ লাগবে না। তবে ভ্রমণ শেষে দেশে ফিরে আসার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আনতে হবে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের ডা. জাহিদুর রহমান জানান, ভারত থেকে দেশে আসার সময় উভয় দেশের যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ লাগছে। তবে বাংলাদেশ থেকে ভারতে যেতে বুস্টার ডোজ দেয়া থাকলে আর এ সদন প্রয়োজন হবে না।

এসজেড/

Exit mobile version