Site icon Jamuna Television

তামিমার বেবি শাওয়ার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বিয়ের পর থেকেই নানা আইনি জটলতার মধ্যে দিয়ে যাচ্ছে আলোচিত দম্পত্তি নাসির-তামিমা। এইসব জটিলতার মধ্যেই তাদের জুটির নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানানোর অপেক্ষায় এই দম্পত্তি।

মা হতে চলেছেন তামিমা। সম্প্রতি ঘরোয়াভাবে হয়ে গেলো তার বেবি শাওয়ারের অনুষ্ঠান। বেবি শাওয়ারের দিনে গোলাপি রঙের গাউন পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের কিছু মুহূর্ত শেয়ার করেছেন নাসির। ছবিতে গোলাপি রঙের গাউনে নাসিরের সাথে দেখা যায় মা হওয়ার অপেক্ষায় থাকা তামিমাকে। ছবির ক্যাপশনে নাসির লিখেছেন, ‘ছোট্ট মানুষটির সাথে দেখা করার জন্য খুব উত্তেজিত আমি। যে অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সাথে জুটি বাঁধেন তামিমা। এরপর নানারকম আইনি জটিলতা শুরু হয়। এর মধ্যেই নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন নাসির-তামিমা।

/এনএএস

Exit mobile version