Site icon Jamuna Television

ব্রিটিশ রাজপরিবার থেকে সমর্থন পেলো ইউক্রেন

ছবি: সংগৃহীত

ব্রিটিশ যুবরাজ উইলিয়াম এবং তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) এক টুইটে এই সমর্থন জানান তারা।

টুইটে এই ব্রিটিশ রাজদম্পতি বলেন, তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছেন। কারণ তারা ভবিষ্যতের জন্য সাহসিকতার সাথে লড়াই করছে। রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: রুশ ট্যাঙ্কের আক্রমণ থামাতে ব্রিজসহ নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সৈনিক

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

/এনএএস

Exit mobile version