Site icon Jamuna Television

রাশিয়ার সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিলো ফেসবুক

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফেসবুক জানিয়েছে তারা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অর্থ উপার্জনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া জায়ান্ট এর নিরাপত্তা নীতি প্রধান ন্যাথালিয়ান গ্লিচার এক টুইট বার্তায় জানান, আমরা রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যমগুলোকে বিশ্বের যেকোনো জায়গায় আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া এবং মনিটাইজিং করা থেকে নিষিদ্ধ ঘোষণা করছি।

আরও পড়ুন: ব্রিটিশ রাজপরিবার থেকে সমর্থন পেলো ইউক্রেন

তিনি আরও বলেন, শুধু কয়েকটি মাধ্যম নয় ফেসবুক বাকি রাশিয়ান মাধ্যমগুলোতেও এই বিধিনিষেধ প্রয়োগ অব্যাহত রাখবে। মেটার নিক ক্লেগ এক বিবৃতিতে জানায়, রাশিয়া কর্তৃপক্ষ চারটি রাষ্ট্রীয় মাধ্যমের উপর ফ্যাক্ট চেক এবং লেভেলিং বন্ধের আদেশ দেয়। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করি।

রাশিয়া তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার সীমিত করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি এই বিবৃতি দেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুক ইউক্রেনের নাগরিকদের জন্য একটি বিশেষ ফিচার চালু করে, যার মাধ্যমে ইউক্রেনের নাগরিকরা নিজেদের নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে তাদের প্রোফাইল লক করতে পারবে।

/এনএএস

Exit mobile version