Site icon Jamuna Television

রাশিয়ার সাথে সংঘর্ষের মধ্যে বাঙ্কারে জন্মালো ইউক্রেনীয় শিশু, নাম ‘স্বাধীনতা’

ছবি: সংগৃহীত

বাইরে একের পর এক বিস্ফোরণের শব্দ। আকাশে উড়ছে যুদ্ধবিমান। বোমাহামলা থেকে বাঁচতে হাজার হাজার ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন পাতাল রেল স্টেশনে আর শীতল যুদ্ধের সময় তৈরি বাঙ্কারে। এই রকমই বাঙ্কারে ভীত-সন্ত্রস্ত মুখের আর্তনাদের মাঝে জন্ম হয়েছে এক শিশুকন্যার।

মায়ের আঙুল আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওই শিশু। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে সেই ছবি। লেখা হয়েছে, আমরা যতদূর জানি, এই প্রথম কোনো এক শিশুর জন্ম হলো কিয়েভে বাঙ্কারে। পাশেই জ্বলছে বহুতল ভবন। রাস্তায় দাঁড়িয়ে আছে রুশ-ট্যাঙ্ক। আমরা ওকে স্বাধীনতা বলেই ডাকবো।

আরও পড়ুন: আমরা আমাদের সন্তানদের ভবিষ্যত রক্ষায় লড়ছি: জেলেনস্কি

তবে সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, মিয়া নামে ওই শিশুকন্যার জন্ম দিয়েছেন ২৩ বছরের এক তরুণী। প্রসবের সময় ওই তরুণীকে সাহায্য করেছেন কিয়েভের পুলিশকর্মীরা। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

/এনএএস

Exit mobile version