Site icon Jamuna Television

জেসিআই বাংলাদেশের ‘প্রেসিডেন্সিয়াল মেজবান’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্বেচ্ছেসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের আয়োজনে গত বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রেসিডেন্সিয়াল মেজবান অ্যান্ড ফ্যামিলি ডে আউট’। এবারের এই আয়োজনে একসাথে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির ইনোগ্রেশন সিরিমনিও অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর ১০০ ফিট সংলগ্ন গ্রিন ভিলে আউটডোরে দিনব্যাপী এই বিশাল আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়াও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির সব সদস্য ও লোকাল চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জেসিআই বাংলাদেশের দ্বিতীয়বারের মতো নির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট ও তরুণদের স্বপ্নদ্রষ্টা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, গত বছর আমরা প্রথমবার প্রেসিডেন্সিয়াল মেজবান অ্যান্ড ফ্যামিলি ডে আউট’র আয়োজন করি। এবারও এই আয়োজন করা হয়েছে। তবে গতবারের চেয়ে এবার আয়োজন প্রায় দ্বিগুণ। এটি জেসিআই বাংলাদেশের এ যাবতকালের সবচেয়ে বড় আয়োজন, যা ২৫০০ তরুণের মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, তরুণদের এতো বড় মিলনমেলা দেখে বেশ ভালো লাগছে। আমি সবার সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানটিতে বিভিন্ন আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠান কয়েকভাগে সাজানো। সকাল থেকে দুপুর পর্যন্ত জেসিআই বাংলাদেশের সদস্যদের জন্য রাখা হয়েছে নানা রকমের খেলাধুলার আয়োজন। থাকছে চট্টগ্রাম অঞ্চলের বহুমাত্রিক ঐতিহ্যবাহী খাবার মেজবানের আয়োজন।

সন্ধ্যায় থাকছে এই ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ জেসিআই বাংলাদেশের ২০২২ সালের জাতীয় কমিটির অভিষেক অনুষ্ঠান। সব সদস্যদের সামনে জমকালো আয়োজন সংগঠনটির জাতীয় নির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হবে। একইসাথে তুলে ধরা হবে সংগঠনির পুরো বছরের পরিকল্পনা।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এম কামরুল চৌধুরী ‘প্রেসিডেন্সিয়াল মেজবান অ্যান্ড ফ্যামিলি ডে আউট’র সিওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Exit mobile version