Site icon Jamuna Television

ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ান সেনাদের সাথে যোগ দিলো চেচেন যোদ্ধারা

ছবি: সংগৃহীত

পুতিনের ঘোষণার পর ইউক্রেনে টানা তৃতীয় দিনের মতো রুশ বাহিনীর হামলা চলছে। ইতোমধ্যে রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা বলেছেন, তিনি ইউক্রেনে তার যোদ্ধাদের পাঠিয়েছেন। তারা রুশ সেনাদের সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে চেচেন নেতা রামযান কাদিরভের বরাতে বলা হয়েছে, চেচেন বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের একটি সামরিক স্থাপনা সফলভাবে দখল করেছে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এই প্রজাতন্ত্রের নেতা রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন মিত্র।

আরও পড়ুন: ‘রাশিয়ার কয়েক হাজার সেনাকে হত্যা, মরদেহ পাঠাতে রেডক্রসের সহযোগিতা দরকার ইউক্রেনের’

রাশিয়ার আক্রমণকে সমর্থন করে কাদিরভ বলেছেন, ইউক্রেনের ওপর হামলা চালানোর যে সিদ্ধান্ত পুতিন নিয়েছেন তা মস্কোর শত্রুদের ইউক্রেনের মাটি ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর সুযোগ প্রতিহত করবে। কাদিরভের অনুগত চেচেন যোদ্ধাদের মানবাধিকার লঙ্ঘন ব্যাপারে দুর্নাম রয়েছে।

/এনএএস

Exit mobile version