Site icon Jamuna Television

এরদোগান-জেলেনেস্কি ফোনালাপে যে আলোচনা হলো

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিকে টেলিফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) টেলিফোন করে যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধান। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক অধিদফতর থেকে জানানো হয়েছে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ভুক্তভোগী ও নিহতেদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এরদোগান। দেশটির নাগরিকরা যেন দ্রুত শোক কাটিয়ে উঠতে পারে তার প্রত্যাশাও ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। সম্পদ এবং প্রাণহানি রোধে দ্রুত যাতে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করা হয়, এরদোগান সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বলে জেলেনেস্কিকে জানিয়েছেন।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। বলেন, কৃষ্ণ সাগরে জাহাজ বন্ধ করা এই সময় খুবই গুরুত্বপূর্ণ। মানবিক এবং সামরিক সহায়তার জন্য এরদোগানকে ধন্যবাদও প্রদান করেন জেলেনেস্কি। তুরস্কের সহায়তার কথা ইউক্রেনবাসী কখনও ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার পশ্চিমা দেশ এবং এর সংস্থাগুলি, বিশেষ করে ন্যাটোর চলমান রাশিয়ান-ইউক্রেন সঙ্কটের বিষয়ে আরও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া উচিত ছিল বলে কঠোর সমালোচনা করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ন্যাটো জোটের আরও দৃঢ় সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

জেডআই/

Exit mobile version