Site icon Jamuna Television

দেশের উন্নয়নে যুবদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে: পরিকল্পনা মন্ত্রী

দেশের উন্নয়নে যুবদের আরও অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ময়মনসিংহে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে তরুণ নিয়ে আয়োজিত ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছর ধরে তরুণদের নিয়ে বিভিন্ন খাতে উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। সামনের বাজেটে বরাদ্দ আরও বাড়ানোর আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী। জাতীয় পুরষ্কার প্রাপ্ত যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের এবারের ছায়া সংসদের আয়োজন করা হয়েছে ময়মনসিংহ টাউন হলে।

ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ে হলো, ‌‌ডিয়ার টু চেঞ্জ ফর এ পজেটিভ বাংলাদেশ। এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে সাড়ে ৩শ’ তরুণ সংগঠক অংশগ্রহণ করেন। এবারের ছায়া সংসদে রাষ্ট্রপতি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফকরুল ইমাম, সংসদ সদস্য জাকিয়া তাবাসুম জুঁইসহ ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক। এছাড়াও আয়োজনের সহযোগী ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তরুণদের আয়োজিত ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিও প্রাপণ চক্রবর্তী।

বিকেলে ছায়া সংসদের দ্বিতীয় ও সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ডক্টর শাহ আজম সান্তেনু, ওয়াসিম রাহমান তন্ময় প্রোগাম কো-অর্ডিনেটর মানুষের জন্য ফাউন্ডেশন অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনের আলোচনায় উঠে আসে, দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় “মাইনরটি কমিশন”। জাতীয় যুব কাউন্সিলকে সঠিক ও শক্তিশালী হিসেবে বাস্তবায়ন করা ও কোভিড-১৯ পরিস্থিতিতে যুবদের কর্মসংস্থান ও জীবন মান উন্নয়নের সরকারের কাছে দাবি জানায় তরুণরা। এবারের আয়োজনে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং আই সি টি ডিভিশন বাংলাদেশ।

Exit mobile version