Site icon Jamuna Television

বাপিডিপ্রকৌস’র সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

ফাইল ছবি

বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পুর্তভবনে এক সাধারণ সভায় নবগঠিত এই কমিটি ঘোষণা করা হয়। বাপিডিপ্রকৌস এর নবগঠিত কমিটি অনুমোদন দেন আইডিবি সভাপতি-সাধারণ সম্পাদক।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) মির্জা এটিএম গোলাম মোস্তফাকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম কে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩ বছর মেয়াদে কমিটি ঘোষণা করা হয়। তারা দু’জনই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলের সহোযোগিতা কামনা করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে সকল সমস্যা আছে, খুব অল্প সময়ের মধ্যে এসব সমাধান করবেন বলে আশ্বাস দেন নতুন এই সাধারণ সম্পাদক। এর মধ্যে রয়েছে উন্নত মানের ট্রেনিং একাডেমি ও টেস্টিং ল্যাবরেটরী চালু করণ, উপ-সহকারী প্রকৌশলীদের ইজিপিতে ইউজার আইডি প্রদান, পূর্ণাঙ্গ সেট-আপ বাস্তবায়ন, নির্মাণ কাজের সুসমবন্টন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সংশোধন ইত্যাদি।

Exit mobile version