Site icon Jamuna Television

আর্থিক নিষেধাজ্ঞায় রাশিয়া, সুইফটের তালিকা থেকে বাদ রুশ ব্যাংক

ছবি: সংগৃহীত

বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সুইফটের তালিকা থেকে বাদ পড়ছে বেশ কয়েকটি রুশ ব্যাংকের নাম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ পদক্ষেপের কথা জানায় বেশ কিছু পশ্চিমা দেশ।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে জানানো হয় এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে যেহেতু রাশিয়া আগ্রাসন অব্যাহত রেখেছে, তার জন্য চড়া মূল্য দিতে হবে তাদের। তাদেরকে পড়তে হবে বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার মুখে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ও সার্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে তাদের।

ছবি: সংগৃহীত

এর ফলে সুইফটের সাথে রুশ ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যাবে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক রিজার্ভের ওপরও থাকছে কড়াকড়ি। এ সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে রাশিয়ার আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হবে। সেই সাথে অচল হয়ে পড়বে আমদানি-রফতানি বাণিজ্য। ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আসবে বলেও সতর্ক করেছে পশ্চিমারা।

আরও পড়ুন: কমেডিয়ান থেকে অদম্য রাষ্ট্রপ্রধান, কে এই ইউক্রেন প্রেসিডেন্ট

Exit mobile version