Site icon Jamuna Television

এবার ফিনল্যান্ড ও সুইডেনকেও রাশিয়ার হুঁশিয়ারি

ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গের (মাঝে) সাথে ফিনিশ ও সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

সামরিক জোট ন্যাটেতে যোগ না দিতে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দেশ দুটি ন্যাটোতে যোগ দিলে তার পরিণতি আরও ভয়াবহ হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সুইডেন ও ফিনল্যান্ড নিজেদের নিরাপত্তার খরচ অন্যদের বহন করতে দিতে পারে না। তারা যদি সত্যিই সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় তাহলে তাদের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি হবে। সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ফিনল্যান্ড এবং সুইডেন’সহ ওএসসিই’তে (অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ) অংশগ্রহণকারী সমস্ত রাষ্ট্র এই নীতিটি পুনঃনিশ্চিত করেছে যে, কিছু রাষ্ট্রের নিরাপত্তা অন্যান্য দেশের নিরাপত্তার খরচে তৈরি করা উচিত নয়। এটা স্পষ্ট যে, ন্যাটোর মতো প্রাথমিকভাবে একটি সামরিক সংস্থায় ফিনল্যান্ড এবং সুইডেন যোগদান করলে দেশ দুটির সামরিক এবং রাজনৈতিক পরিণতি হবে গুরুতর, যার জন্য আমাদের দেশকে পারস্পরিক পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: পুতিনের উত্থানের ইতিহাস

এম ই/

Exit mobile version