Site icon Jamuna Television

ইউক্রেনে ফ্রান্সের পর অস্ত্র পাঠাবে জার্মানি

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ হামলা প্রতিহত করার জন্য অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। ফ্রান্সের দেয়া সামরিক সরঞ্জাম ইউক্রেনের পথে রয়েছে, বিবিসির প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হওয়ার পর সংবাদমাধ্যমটি সবশেষ জানিয়েছে, ইউক্রেনকে সরাসরি অস্ত্র দিয়ে সহায়তা করবে ইউরোপের পরাশক্তি জার্মানি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ঘোষণায় বলেছেন, ইউক্রেনে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং ৫০০ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠাবে জার্মানি।

সংঘাতপ্রবণ অঞ্চলে অস্ত্র পাঠানো হবে না, এমন নীতি থেকে সরে এসে ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিলো জার্মানি। দেশটির এই সিদ্ধান্তে পরিষ্কার হয়েছে যে, তৃতীয় পক্ষ হিসেবে অন্যান্য দেশও ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠাতে পারবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ইউক্রেনে রুশ হামলার ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইউক্রেনে পুতিনের হামলার পর বদলে গেছে বিশ্ব। আন্তর্জাতিক আইনের এহেন লঙ্ঘনে আমরা হতবাক হয়ে পড়েছি। তবে এই হামলার বিপরীতে যে সবাই দুর্বল হয়ে পড়েনি, সেই বার্তাই দিতে চাই আমরা। ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সেনাবাহিনীকে তাদের দেশের জন্য লড়ার এই সময়ে পাশে থাকতে চাই।

ইউক্রেনে রুশ হামলায় অবাক হয়ে পড়ে জার্মানরা। পুতিনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার জন্য জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানিয়ে যুদ্ধ-বিরোধী সমাবেশ হয়েছে বার্লিনে।

আরও পড়ুন: এবার ফিনল্যান্ড ও সুইডেনকেও রাশিয়ার হুঁশিয়ারি

এম ই/

Exit mobile version