Site icon Jamuna Television

প্রস্তাবিত ৩২২ নাম থেকেই গঠিত নতুন ইসি

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠিত হওয়া নতুন নির্বাচন কমিশনের (ইসি) পাঁচ কমিশনারই এসেছেন সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ নাম থেকে। প্রাথমিকভাবে প্রস্তাব করা সেই ৩২২ নামের তালিকা প্রকাশ করেছিল সার্চ কমিটি। এরপর সেখান থেকে বাছাইকৃত ১০ জনের নাম সুপারিশ করা হয় রাষ্ট্রপতির কাছে, যে তালিকা প্রকাশ করা হয়নি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে নতুন নির্বাচন কমিশন গঠনের তথ্য জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এর আগে তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। তার নামটি ছিল ৩২২ জনের তালিকার (যোগ্যতার ক্রম অনুসারে নয়) ৪৯ নম্বরে।

একই সাথে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আরও একটি প্রজ্ঞাপনে অপর চার নির্বাচন কমিশনারদের নামও ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমানকে নির্বাচন কমিশনার করা হয়েছে।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া বেগম রাশিদা সুলতানার নাম ছিল প্রকাশ হওয়া ৩২২ জনের তালিকার ২৬১ নম্বরে। তিনি ২০২০ সালে রংপুরের জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান।

নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর গত বছর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসরে যান। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এই নির্বাচন কমিশনারের নাম ছিল প্রকাশিত তালিকার ১৫৪ নম্বরে।

অপর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক ভাইস চেয়ারম্যান। তার নাম ছিল প্রকাশিত তালিকার ২৩৬ নম্বরে।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া আনিছুর রহমান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে গত ডিসেম্বরে অবসরে গেছেন। এর আগে তিনি ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সার্চ কমিটির প্রকাশিত তালিকার ১৪৪ নম্বরে ছিল তার নাম।

আরও পড়ুন: নতুন নির্বাচন কমিশন: যত প্রত্যাশা

Exit mobile version