Site icon Jamuna Television

জাতীয় দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ড্যামিয়েন রাইট

ড্যামিয়েন রাইট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হতে পারেন অস্ট্রেলিয়ান ড্যামিয়েন রাইট। দায়িত্ব পেলে অনূর্ধ্ব ১৯ দলের সাবেক এই কোচ আবারও ফিরবেন বাংলাদেশে।

অবশ্য ড্যামিয়েন ছাড়াও বেশ কয়েকজনের সাথে আলোচনা করছে বিসিবি। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৮ সালের যুব বিশ্বকাপে আফিফ হোসেনরা খেলতে গিয়েছিলেন ড্যামিয়েন রাইটের অধীনেই।

কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা রাইট মূলত কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই। বিগ ব্যাশ লিগে ছিলেন মেলবোর্ন স্টার্স ও হোবার্ট হারিকেনসের কোচ। ২০২১ সালের আইপিএলে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচ।

/এমএন

Exit mobile version