Site icon Jamuna Television

অবনমনের শঙ্কায় থাকা ওয়াটফোর্ডের সাথে ম্যানইউয়ের ড্র

হতাশ রোনালদো, হতাশ ম্যানইউ। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময় যেন কাটতেই চাইছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিস্টিয়ানো রোনালদোর দল আবারও হোঁচট খেয়েছে অবনমনের শঙ্কায় থাকা ওয়াটফোর্ডের সাথে। আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্য ড্র করে ওয়াডফোর্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় রেড ডেভিলরা।

পয়েন্ট টেবিলের ১৯ তম দল ওয়াটফোর্ড আছে রেলিগেশনের ঝুঁকিতে। তাদের বিপক্ষে স্বাভাবিকভাবেই ফেভারিটের তকমা নিয়ে নেমেছিল রালফ রাংনিকের শিষ্যরা। ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছেও সেভাবে। একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিক দলটি। ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। সেদিক থেকে ওয়াটফোর্ড অবশ্য একদম খারাপ করেনি। গোলের উদ্দেশে ১০টি শট নিয়ে টার্গেটে তারা রাখতে পেরেছিল ২টি শট।

ম্যাচের চতুর্থ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর শট পোস্টে লেগে ফেরার মধ্য দিয়ে শুরু হয় ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশা। এরপর পুরো ম্যাচেও আর তাদের ভাগ্যে শিকে ছেড়েনি। শেষ পর্যন্ত গোল না পেয়েই মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। এই ড্রয়ে ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরে আছে রেড ডেভিলরা।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে খেলতে পোল্যান্ডের অস্বীকৃতি

Exit mobile version