Site icon Jamuna Television

শহীদ চান্দু স্টেডিয়ামে চলছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন

বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চলছে বাংলাদেশ টাইগার্সের প্রথম অনুশীলন। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে। বিসিবির এই ট্রেনিং প্রোগ্রামের প্রথম ধাপ চলবে ১০দিন। টিম ম্যানেজমেন্ট বলছে লম্বা স্পেলে, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং করতেই এই আয়োজন।

বাউন্সের সাথে ধাতস্থ হতে উইকেটে রাখা হয়েছে ঘাস। সেই সাথে বেলিং মেশিনের সাহায্যে গ্রানাইটের উইকেটে বল ফেলে বাড়তি বাউন্সে অনুশীলন করানো হচ্ছে মুমিনুল, সাদমান, সাইফদের। যার পুরোটা জুড়েই প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ টেস্ট দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি। এই মাঠেই প্রস্তুত হয়ে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

তবে, দীর্ঘ সময় পর বগুড়া স্টেডিয়ামকে বড় কাজে ব্যবহার করা হলেও স্টেডিয়ামটিতে শিগগিরই আন্তর্জাতিক ম্যাচ যে ফিরছে না তার ইঙ্গিত দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বাংলাদেশ টাইগার্সের প্রথম ধাপের কার্যক্রম ৭ মার্চ শেষে হবে।

/এমএন

Exit mobile version