Site icon Jamuna Television

জয় পেয়েছে পিএসজি, ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষস্থান সুসংহত করেছে ম্যানচেস্টার সিটি। আর লিগ ওয়ানে মেসি-এমবাপ্পে নৈপুণ্য সেঁত এতিয়েনকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লা লিগাতেও রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝড়ানো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

এভারটনের বিপক্ষে জয় ঘাম ঝড়িয়ে জয় পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে গোল করতে না পারলেও, ম্যাচের ৮২ মিনিটে ফিল ফোডেনের গোলে ৩ মিনিট নিশ্চিত করে সিটিজেনরা। এই জয়ে ১ ম্যাচ বেশি খেলে লিভারপুলের সাথে পয়েন্ট ব্যবধান ৬ এ নিয়ে গেল টেবিলের শীর্ষে থাকা সিটিজেনরা।

ম্যান সিটির জয়সূচক গোল করা ফিল ফোডেন। ছবি: সংগৃহীত

অন্যদিকে, লিগ ওয়ানে শুরুতে পিছিয়ে পড়েছিল পিএসজি। ১৬ মিনিটে ডেনিস বুয়াঙ্গার গোলে এগিয়ে যায় সেঁত এতিয়েন। এরপর লিওনেল মেসির দুই অ্যাসিস্টে জোড়া গোল করে দলকে ছন্দে ফেরান এমবাপ্পে। এর মধ্য দিয়ে পিএসজির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৫ গোল করা ইব্রাহিমোভিচের পাশে বসলেন এমবাপ্পে। আর এমবাপ্পের অ্যাসিস্টে তৃতীয় গোলটি আসে ড্যানিলো পেরেইরার কাছ থেকে।

লা লিগায় জয় পেতে বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। আক্রমণাত্বক ফুটবলে দুই দলরই গোলরক্ষকেরই ব্যস্ত সময় কেটেছে ম্যাচ জুড়ে। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে অবশ্য ৮৩ মিনিটে রায়ো ভায়োকানোর গোলরক্ষককে পরাস্ত করে রিয়ালের পক্ষে জয়সূচক গোলটি করেন করিম বেনজেমা।

আরও পড়ুন: অবনমনের শঙ্কায় থাকা ওয়াটফোর্ডের সাথে ম্যানইউয়ের ড্র

Exit mobile version