Site icon Jamuna Television

চাঁদপুর মেরিন অ্যাকাডেমি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই মানববন্ধন করা হয়। এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটকের দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, শুক্রবার অ্যাকাডেমির শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে স্থানীয় এক যুবকের সাথে বাকবিতন্ডা হয়। এরপর এক পর্যায়ে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধনে বলা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version