Site icon Jamuna Television

কিয়েভের পর খারকিভে ঢুকেছে রুশ সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের পর দ্বিতীয় বৃহত্তর শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী। একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে তারা। খবর আল জাজিরার।

জানা গেছে, কিয়েভের দখল ঘিরে শহরব্যাপী চলছে তীব্র লড়াই। ইউক্রেনের রাজধানীতে টানা চতুর্থ দিনের মতো তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী। আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত বহাল থাকবে কারফিউ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিশকো জানিয়েছেন, জরুরি অবস্থা চলাকালে কাউকে রাস্তায় দেখা গেলে রুশ বাহিনীর গুপ্তচর বা আত্মঘাতী হামলাকারী হিসেবে চিহ্নিত করা হবে।

কিয়েভে স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতেও বেজে ওঠে মিসাইল হামলার সতর্ক সংকেত। রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায় রুশ সেনারা। জেলেনস্কি প্রশাসনের তথ্য অনুসারে, ইউক্রেনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০০ মানুষ। শনিবারও ওখতিয়ারকা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে সাত বছরের এক শিশুসহ প্রাণ হারান কমপক্ষে ছয় জন। প্রাণভয়ে বম্ব শেল্টার ও বাংকারগুলোয় আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

এদিকে, রাশিয়ার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে বাল্টিক দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া।

আরও পড়ুন: ঘরে বানানো হাত বোমায় গেরিলা যুদ্ধে অংশ নিচ্ছে ইউক্রেনীয়রা

Exit mobile version