Site icon Jamuna Television

ইছামতি নদীতে ফের উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ভাঙা হলো শতাধিক অবৈধ স্থাপনা

ইছামতি নদীতে অবৈধ স্থাপনা ভাঙা হচ্ছে।

পাবনা প্রতিনিধি:

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাইকোর্টের নিদের্শ অনুযায়ী আবারও ইছামতি নদীতে অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ান বোর্ড। রোববার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিসি রোড আঞ্জুমান মুফিদুল ইসলামের সামনে থেকে রায়বাহাদুর গেটের পেছন পযর্ন্ত এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল চৌধুরী, সহকারী কমিশনার ভূমি কাউসার হাবিব।

এ সময় বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে প্রায় দিনব্যাপী এ অভিযানে প্রায় ১০০টি অবকাঠামো ভেঙ্গে ফেলা হয়েছে, যার অনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ শত কোটি টাকা বলে জানায় পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পানি উন্নয়ান বোর্ড। পর্যায়ক্রমে ইছামতির ৩৩৪ জন তালিকাভুক্ত অবৈধ দখলদারসহ গোটা জেলায় প্রায় সহস্রাধিক অবকাঠামো উচ্ছেদ করা হবে।

এসজেড/

Exit mobile version