Site icon Jamuna Television

এবার থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের শরীরে থাকবে বড়ি ওয়ার্ন ক্যামেরা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের প্রেস ব্রিফিং।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শরীরে এখন থেকে বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। এতে করে পুলিশি অভিযান ও অপরাধী শনাক্ত করতে অনেকটা সহজ হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য তুলে ধরেন।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, অনেক সময় অভিযান চালাতে গিয়ে এবং অপরাধীদের হাতেনাতে ধরলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এখন থেকে দায়িত্ব পালনকালে ২৪ ঘণ্টা পুলিশের শরীরে ক্যামেরা চালু থাকবে। প্রতিটি ক্যামেরা টানা ১২ ঘণ্টা চালু থাকে। তাই ২৪ ঘণ্টা যেন ভিডিও ধারণ করা যায়, সেই লক্ষ্যে ২টি করে ক্যামেরা দেয়া হবে। বিশেষ করে জেলার সীমান্তবর্তী ৩টি থানায় এই ক্যামেরার কার্যক্রম গুরুত্ব দিয়ে দেখা হবে। এই ক্যামেরায় ভিডিও রেকর্ড হওয়ার পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয় থেকে মনিটরও করা যাবে।

তিনি আরও জানান, সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক উদ্ধারে দ্বিতীয় হয়েছে। তাতে আমি খুশি নই। আমি চাই এই জেলায় কোনো মাদক থাকবে না। মাদকের খুচরা ব্যবসায়ীসহ গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসজেড/

Exit mobile version