Site icon Jamuna Television

ভারী বৃষ্টিতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যা, নিহত ৭

ছবি: সংগৃহীত।

টানা বৃষ্টিতে বন্যা কবলিত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। দু’দিনের ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। তলিয়ে গেছে দুর্যোগ কবলিত এলাকায় বেশিরভাগ ঘরবাড়ি ও রাস্তাঘাট।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি ও বন্যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কুইন্সল্যান্ড রাজ্যের হাজারো বাসিন্দা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের। এদিকে, বন্যার ঝুঁকি দেখা দিয়েছে নিউ সাউথ ওয়েলসেও।

এসজেড/

Exit mobile version