Site icon Jamuna Television

২৫৯ দিন পর মাঠে ফিরলেন এরিকসন

ছবি: সংগৃহীত

মৃত্যুর মুখ থেকে ফিরে অবশেষে ২৫৯ দিন পর মাঠে নামলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। বুকে কৃত্রিম যন্ত্র লাগিয়ে ফেরেন সুস্থ হয়ে।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন ব্রেন্টফোর্ডের এরিকসন। ম্যাচের ৫২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামান কোচ টমাস ফ্রাঙ্ক। মাঠে নামার পর চারবার কর্নার নিয়েছিলেন এই ফুটবলার।

প্রতিবারই ব্রেন্টফোর্ডের সমর্থকরা দাঁড়িয়ে সম্মান জানান এরিকসনকে। এর আগে ২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে পড়ে যান ডেনমার্কের এই ফুটবলার।

ইউরো চলাকালীন ইন্টার মিলানের হয়ে খেলতেন এরিকসেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার সাথে চুক্তি বাতিল করে ইতালিয়ান সিরিএ’র ক্লাবটি। তবে বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাকে। গত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে ভেড়ায় ব্রেন্টফোর্ড। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে অভিষেক হয়ে গেলো এই ড্যানিশ ফুটবলারের।

/এনএএস

Exit mobile version