Site icon Jamuna Television

আ. লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে বিশ্বাস করে না। সংগ্রাম ও আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে।

রোববার (২৭ ফ্রেবুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের রোলমডেল শিরোনামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মিত হবে না বলেও জানান বিএনপি মহাসচিব ।

একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারবে না। সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তাই ক্ষমতাসীনরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।

ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল তত্বাবধায়ক সরকারের জন্য। কিন্তু আজ শুধু গায়ের জোরে ক্ষমতায় থাকতে তা বাতিল করেছে। জাতীয় প্রয়োজনে সংবিধান বড় কথা নয়, অতীতেও সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে।

/এমএন

Exit mobile version