Site icon Jamuna Television

সর্বমহলের কাছে গ্রহণযোগ্য ইসি গঠন করা হয়েছে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

সর্বমহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) তিনি তার সরকারি বাসভবনে নতুন ইসির শপথ প্রসঙ্গে গণমাধ্যমে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ইনক্লুসিভ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। উন্নত গণতন্ত্রের দেশের থেকে ভালোভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ডা. জাফরুল্লাহ সাহেবের নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন চায় না। বিএনপি সন্ত্রাস করে আজ জনবিচ্ছিন্ন। খালেদা জিয়া ও তারেক জিয়াকে রক্ষা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই। তারেক জিয়া ও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তাই তারা ইসি চায় না। নির্বাচনের সময় বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

/এনএএস

Exit mobile version