Site icon Jamuna Television

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইউক্রেনের অভিযোগ

ছবি: সংগৃহীত।

রাশিয়ার আগ্রাসন থামাতে দেশটির বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) অভিযোগ দায়ের করেছে ইউক্রেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি।

এক টুইট বার্তায় জেলেনেস্কি বলেন, গণহত্যার জন্য অবশ্যই রাশিয়াকে বিচারের মুখোমুখি হতে হবে। আমরা রাশিয়ার সামরিক কার্যক্রম বন্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত চাই এবং পরবর্তী সপ্তাহ থেকেই তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আশা করছি। সূত্র: দ্য ডেইলি সাবাহ।

যদিও নেদারল্যান্ডসের হেগভিত্তিক এই সংস্থাটির রাশিয়ার আলাদা আলাদা নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা করার এখতিয়ার নেই। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগগুলো সমাধান করার জন্য বিশ্বের প্রধান আদালত এটি।

ইউক্রেনে চতুর্থ দিনের মতো আগ্রাসন চালাচ্ছে রাশিয়ান সেনারা। যদিও তারা এটাকে ইউক্রেনের রুশ ভাষাভাষী লোকদের ওপর নিপীড়ন বন্ধ করার অভিযান হিসেবে বলে আসছে।

এর আগে ২০১৭ সালের এপ্রিলে ইউক্রেনের সংঘাতপীড়িত পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি রুশ অর্থায়ন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল ইউক্রেন। যদিও এক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে আদালত সেই মামলাটি খারিজের সিদ্ধান্ত নেয়।

জেডআই/

Exit mobile version