Site icon Jamuna Television

ভারতে কাজ করতে গিয়ে ইটভাটার শ্রমিক কুড়িয়ে পেলো ১ কোটি ৮৪ লাখ টাকার হীরা

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে এক ইটভাটার শ্রমিক একটি হীরা কুড়িয়ে পেয়েছেন। ২৬ দশমিক ১১ ক্যারেটের ওই হীরাটি সম্প্রতি নিলামে তোলা হয়। নিলামে হীরাটি ১ কোটি ৮৪ লাখ টাকায় বিক্রি করা হয়। ওই নিলামে আরও ৮৭টি বিভিন্ন আকারের হীরা মোট ২ কোটি ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির ২১ তারিখে ২৬ দশমিক ১১ ক্যারেটের ওই হীরাটি স্থানীয় এক ইটভাটা কর্মী তার কর্মস্থলে কুড়িয়ে পান। নিলামের শুরুতে মূল্যবান পাথরটির দাম প্রতি ক্যারেটে ৩ লাখ নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রতি ক্যারেটে ৬ দশমিক ২২ লাখ রূপিতে বিক্রি করা হয়।

পান্নার জেলা কালেক্টর সঞ্জয় কুমার মিশ্রা জানিয়েছেন, নিলামের প্রথম দিনে সব মিলিয়ে ৩৬টি হীরা বিক্রি করা হয়। সম্মিলিতভাবে হীরাগুলোর ওজন ছিল প্রায় ৮২ দশমিক ৪৫ ক্যারেট। হীরাগুলো বিক্রি করা হয় ১ কোটি ৮৪ লাখ টাকায়। নিলামের দ্বিতীয় দিনে সব মিলিয়ে ৭৮ দশমিক ৩৫ ক্যারেটের ৫২টি হীরা বিক্রি করা হয় ২ কোটি ১৫ লাখ টাকায়।

পান্না শহরের এক সরকারি কর্মকর্তা বলেন, পান্নাতে অনেক দিন পর এত বড় হীরা পাওয়া গেলো।

এনএএস/

Exit mobile version