Site icon Jamuna Television

রাশিয়ার কাছ থেকে খারকিভ অঞ্চলের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিলো ইউক্রেন

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সৈন্যদের হাত থেকে ছিনিয়ে নেয়ার দাবি করেছেন স্থানীয় গর্ভনর।রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভের আঞ্চলিক গর্ভনর ওলেহ সিনেইহুবভের বরাত দিয়ে এই তথ্য জানায় ডেইলি সাবাহ।

প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী কাজ করছে এবং শহর থেকে শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের পর দ্বিতীয় বৃহত্তর শহর খারকিভে ঢুকে পড়ে রুশ সেনাবাহিনী। একের পর এক অভিযান চালিয়ে যায় তারা। কিয়েভের দখল ঘিরে শহরব্যাপী চলছে তীব্র লড়াই। ইউক্রেনের রাজধানীতে টানা চতুর্থ দিনের মতো তাণ্ডব চালাচ্ছে রুশ বাহিনী।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত বহাল থাকবে কারফিউ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিশকো জানিয়েছেন, জরুরি অবস্থা চলাকালে কাউকে রাস্তায় দেখা গেলে রুশ বাহিনীর গুপ্তচর বা আত্মঘাতী হামলাকারী হিসেবে চিহ্নিত করা হবে। 

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

/এনএএস

Exit mobile version