ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক জুডো ফেডারেশনে (আইজেএফ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলংকরিক সভাপতির পদ স্থগিত করেছে সংগঠনটি। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণেই এসেছে এই সিদ্ধান্ত।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) আইজেএফ পুতিনের এই পদ স্থগিত করেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে এই তথ্য।
এক বিবৃতি দিয়ে আইজেএফ জানিয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধের ঘটনায় আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনের সম্মানসূচক সভাপতি পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে ফেডারেশনটি তার শুভেচ্ছাদূত পদও স্থগিত করেছে।
১৪ বছর যাবত অর্থাৎ ২০০৮ সাল থেকেই আইজেএফের এই পদে ছিলেন পুতিন। দীর্ঘদিনের এই সম্পর্ক ছিন্ন হয়েছে ইউক্রেনে হামলার কারণে। দেশটিতে চতুর্থ দিনের মতো চলছে রুশ হামলা। মৃত্যবরণ করেছেন অনেক বেসামরিক মানুষ। তাই এই পরিস্থিতিতে পুতিনের সাথে সম্পর্কচ্ছেদ করলো প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: পশ্চিমা বিশ্ব ইউক্রেনে যেসব সহায়তা পাঠাচ্ছে
ছোটবেলা থেকেই জুডোর প্রতি আকর্ষণ ছিল ভ্লাদিমির পুতিনের। ১১ বছর বয়সে নাম লিখিয়েছেন এই খেলায়। শুরুতে তার কোচ তার মধ্যে তেমন প্রতিভা খুঁজে বের করতে না পারলেও দিন গড়ানোর সাথে সাথে উন্নতি হয়েছে পুতিনের। ২১ বছর বয়সে অর্জন করেন মাস্টার্স র্যাংক।
জেডআই/
Leave a reply