Site icon Jamuna Television

‘শুধু সুন্দরবন চর্চা পুরস্কার-২০২২’ পেয়েছেন সাংবাদিক মোহসীন-উল হাকিম

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নদী বিজ্ঞানী ড. কল্যাণ রুদ্র।

ভারতের পশ্চিমবঙ্গে ‘শুধু সুন্দরবন চর্চা পুরস্কার-২০২২’ পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম। সুন্দরবনের জলদস্যুদের নিয়ে লেখা বই ‘জীবনে ফেরার গল্প’র জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।

রোবাবার কলকাতা থেকে সুন্দরবন নিয়ে প্রকাশিত ম্যাগাজিন ‘শুধু সুন্দরবন চর্চা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘কী করে বাঁচবে সুন্দরবন?’ শীর্ষক বক্তব্য প্রদান করেন নদী বিজ্ঞানী ড. কল্যাণ রুদ্র। পরে পুরস্কার তুলে দেন তিনি। মোহসীন-উল হাকিম ছাড়াও পুরস্কার পেয়েছেন ভারতীয় শিক্ষক পুলক রায় চৌধুরী। সুন্দরবন অঞ্চলের ছাত্র-ছাত্রীদের সামগ্রিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয় তাকে।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম দীর্ঘদিন ধরে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার জন্য কাজ করেছেন। তার মধ্যস্থতায় আত্মসমর্পণ করে সুন্দরবনের দুই শতাধিক জলদস্যু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সরকারের কাছে জমা দিয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এ অবদানের জন্য তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, পুরস্কৃত করেছে সরকার।

Exit mobile version