Site icon Jamuna Television

পল্লবীতে কিশোর জাহিদ হত্যা মামলায় গ্রেফতার ৪

ছবি: প্রতীকী

রাজধানীর পল্লবীতে কিশোর জাহিদ হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাতে পল্লবী, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ইফরান, রাজা হোসেন, ডলার হোসেন এবং কোরবার আলী।

র‍্যাব জানায়, পল্লবীতে সিনিয়র-জুনিয়র দুটি কিশোর গ্যাং রয়েছে। মাদক সেবন ও ব্যবসা নিয়ে এই দুই গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। গেল ২২ ফেব্রুয়ারি জুনিয়র গ্রুপের সদস্য জাহিদকে মাদক সংক্রান্ত ঝামেলায় প্রথমে পিটিয়ে ও পরে কুপিয়ে হত্যা করে সিনিয়র গ্রুপের সদস্যরা।

নিহত জাহিদ বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতো। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আরও কঠোর অভিযান চালানো হবে বলেও জানিয়েছে র‍্যাব।
আরও পড়ুন: কার্টুনিস্ট কিশোরের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি
ইউএইচ/

Exit mobile version