Site icon Jamuna Television

অসময়ে ঝড়বৃষ্টিতে কৃষকের সর্বনাশ

অসময়ে দফায় দফায় ঝড় ও শিলাবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়ার বৈরি আচরণে লোকসানের মুখে চাষীরা। তাদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতাও মিলছে না। যদিও কৃষি বিভাগের কর্মকর্তাদের আশ্বাস ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

মাস খানেক পরই ঘরে উঠতো ক্ষেতের ভুট্টা। কিন্তু অসময়ের ঝড় আর শিলা বৃষ্টির আঘাতে নিমিষেই নষ্ট বিস্তীর্ণ মাঠের ফসল। আবহাওয়ার এমন বৈরী আচরণে ব্যাপক লোকসানের মুখে চাষিরা। লাভ তো দূরের কথা এখন পুঁজি ওঠানো নিয়েই শঙ্কায় প্রান্তিক কৃষক।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এমন কঠিন সময়েও মিলছে না কৃষি বিভাগের সহযোগিতা। সরকারি সহায়তার দাবি তাদের। তবে চুয়াডঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্ বলছেন, এখন চলছে দুর্যোগে ক্ষয়ক্ষতির হিসাব-নিকাশ। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিলেন তিনি।

গেলো কদিনে কয়েক দফা ঝড় আর শিলাবৃষ্টিতে ভুট্টার পাশাপাশি ধান, ডাল, পান ও আমের ক্ষতি হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version