
ছবি: সংগৃহীত
অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে টানা তিন ম্যাচে প্রতিপক্ষের জালে চার গোল করে দিয়েছে জাভি হার্নান্দেসের দল।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে ফেরান তোরেসের গোল মিসের মহড়া। তবে দারুণ ছন্দে থাকা পিয়ের এমরিক অবামেয়াংয়ের গোলে ডেডলক ভাঙে কাতালান শিবির। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
এরপর বার্সেলোনার আক্রমণের সামনে রীতিমতো অসহায় বিলবাও রক্ষণ। ম্যাচের ইনজুরি সময়ে গোল উৎসবে যোগ দেন লুক ডি ইয়ং। আর বিলবাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আরেক বদলি ফরোয়ার্ড মেমফিস। এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চার নম্বরে বার্সেলোনা।
/এনএএস
 
				
				
				
 
				
				
			


Leave a reply