Site icon Jamuna Television

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে নিজ দেশেই তোপের মুখে পুতিন

ইউক্রেনে যুদ্ধ শুরু করা রাশিয়ার ভেতরেই এবার যুদ্ধ বিরোধী বিক্ষোভ করছেন রুশ নাগরিকরা। রোববার (২৭ ফেব্রুয়ারি) দেশটির বিভিন্ন শহর থেকে বিক্ষোভের অভিযোগে আটক করা হয় দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে।

পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থা ওভিডি ইনফো নিশ্চিত করেছে এ তথ্য। ওভিডি জানায়, সবচেয়ে বড় সমাবেশটি ছিল রাজধানী মস্কোতে। সেখানে বিক্ষব্ধরা পার্লামেন্ট ভবন ঘেরাও করেন।

তারা পুতিন প্রশাসনের কাছে প্রতিবেশি রাষ্ট্রে অর্থহীন অভিযান চালানোর জবাব চান। একইসাথে দ্রুত যুদ্ধ পরিস্থিতির অবসান এবং শান্তি আলোচনার দাবি জানানো হয়। এসময়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ, চালায় সাঁড়াশি অভিযান।

মানবাধিকার সংস্থাটির দাবি, গেলো চার দিনের ধরপাকড়ে ৫ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

/এডব্লিউ

Exit mobile version