Site icon Jamuna Television

আগামী ২৪ ঘণ্টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে ফোনালাপের পর তিনি এমন মন্তব্য করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে তিনি এই কথা বলেছেন। সেনা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সেনারা প্রায় সব দিক দিয়ে গোলাবর্ষণ চালিয়ে যাওয়ায় রোববার ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ছিল এক কঠিন সময়।

আরও পড়ুন: আজ আলোচনায় বসবে রুশ-ইউক্রেন

আরেক গুরুত্বপূর্ণ ঘটনায় রাশিয়ার প্রতিবেশী মিত্রদেশ বেলারুশ সেদেশে পারমাণবিক অস্ত্র রাখা অনুমোদন করে ভোট দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরমাণু অস্ত্র ব্যবস্থা ‘উচ্চ সতর্ক অবস্থায়’ রাখার পর এ ঘটনা ঘটল। এ পরিস্থিতিতে জাতিসংঘ সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১৯৩ সদস্য দেশকে নিয়ে একটি জরুরি বিশেষ অধিবেশনে বসবে।

/এনএএস

Exit mobile version