Site icon Jamuna Television

মোহাম্মদপুরের মোশারফ বাহিনীর মূলহোতা’সহ ৬ জন গ্রেফতার

ফাইল ছবি।

রাজধানীর মোহাম্মদপুরের মোশারফ বাহিনীর মূলহোতা মোশারফ হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে এক ডজনের বেশি মামলা রয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মিডিয়া সেন্টারে বিফ্রিংয়ে র‍্যাব জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করা হয়েছে। মোশাররফ এলাকায় লম্বু মোশারফ, গলাকাটা মোশারফ ও গাংচিল মোশারফ নামেও পরিচিত।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া জমি দখলসহ নৌপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চুরির সঙ্গেও এই বাহিনী জড়িত বলে জানানো হয় ব্রিফিংয়ে।

আরও পড়ুন: যমুনার মুখোমুখি আরসা প্রধান আতাউল্লাহ, প্রথমবার সাক্ষাৎকার দিলেন কোনো গণমাধ্যমে

Exit mobile version