Site icon Jamuna Television

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ’

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে সার্বক্ষনিক পর্যবেক্ষণের জন্য বলেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। রোমানিয়া এবং পোল্যান্ড দূতাবাস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version