Site icon Jamuna Television

নারী নির্যাতন মামলায় বিচার শুরু হয়েছে সহকারী জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত শাহ্‌ পরানের

ছবি: সংগৃহীত

নারী নির্যাতন মামলার আসামি সহকারী জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত শাহ্‌ পরানের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

২০২০ সালে বাসে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক নারী। ওই অভিযোগে ২০২০ সালের ৪ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় চট্টগ্রামের লোহাগড়া থানায় শাহ্‌ পরানের বিরুদ্ধে মামলা করা হয়।

এ মামলায় শাহ্‌ পরানকে গ্রেফতার করে পুলিশ; এরপর আদালত তাকে কারাগারে পাঠায়। তদন্ত শেষে ১৬১ ধারায় সাক্ষীদের জবানবন্দি এবং প্রমাণের ভিত্তিতে শাহ পরানের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা রাফিকুল ইসলাম জানান, ১০ ধারায় বাদী যে অভিযোগ করেছে, সে অভিযোগ অনুযায়ী চার্জশিট দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, ১৩ তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০১৯ এ উত্তীর্ণ মো. শাহ্ পরানকে সহকারী জজ পদে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ প্রেরণ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন। এর প্রেক্ষিতে, মো. শাহ্ পরানের সহকারী জজ পদে নিয়োগের পূর্বে তার প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য আইন ও বিচার বিভাগ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাহ পরানের প্রাক-পরিচয় যাচাইপূর্বক মন্তব্যসহ প্রতিবেদন প্রদান করে, যেখানে মো. শাহ্ পরান সম্পর্কে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি মর্মে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ ২৫ নভেম্বর ২০২১ তারিখের ১০.০০.০০০০.১২৫.১১.০০১.২১.৫২৫ নম্বর প্রজ্ঞাপনে মো. শাহ্ পরানকে নেত্রকোণায় সহকারী জজ (শিক্ষানবিশ) পদে পদায়ন করা হয়।

তবে, শাহ্ পরানের বিরুদ্ধে ফৌজদারী মামলা চলমান থাকার বিষয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তার যোগদানের কার্যক্রম স্থগিত করে আইন ও বিচার বিভাগ।

আইন ও বিচার বিভাগ গত ২ ডিসেম্বর এ সম্পর্কিত আদেশ জারি করে। এতে বলা হয়, এর আগে মো. শাহ্ পরানের বিরুদ্ধে ফৌজদারী মামলা চলমান থাকার ব্যাপারে আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। এছাড়া, মো. শাহ্ পরান তার বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আইন ও বিচার বিভাগকে অবহিত করেননি।

/এমএন

Exit mobile version