Site icon Jamuna Television

ইউক্রেন থেকে সাড়ে চারশো বাংলাদেশি পোল্যান্ড-অষ্ট্রিয়া-রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ফাইল ছবি।

সাড়ে চারশো বাংলাদেশি ইউক্রেন থেকে পোল্যান্ড, অষ্ট্রিয়া, রোমানিয়াতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, সাতশো বাংলাদেশি এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়ে আছেন।

ইউক্রেন থেকে পোল্যান্ডসহ অন্যান্য মিশনে আশ্রয় নেয়া বাংলাদেশিদের খুব কম সংখ্যকই দেশে ফিরে আসতে আগ্রহী বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

/এমএন

Exit mobile version