Site icon Jamuna Television

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশের পুঁজিবাজারে পড়বে না’

বিএএসএম কমিশনার ডক্টর শামসুদ্দিন আহমেদ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাব দেশের পুঁজিবাজারে পড়বে না। তাদের অর্থনীতির সাথে আমাদের তেমন একটা সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাকাডেমি ফর ক্যাপিটাল মার্কেটের (বিএএসএম) কমিশনার ড. শামসুদ্দিন আহমেদ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিএএসএমের কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এসময় শামসুদ্দিন আহমেদ বলেন, গত দু’দিনে পুঁজিবাজারে যে পতন হয়েছে, তার কোনো যৌক্তিক কারণ নেই। এসময় বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে বিএসইসি কমিশনার বলেন, অন্য নিয়ন্ত্রক সংস্থার কাজে হস্তক্ষেপ না করে, নিজেদের কাজটা ঠিকমতো করা উচিত। খেলাপি ঋণ বাড়ছে এটা কীভাবে কমানো যায় সেজন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নীতিগত অব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেশি। পুঁজিবাজার উন্নয়ন করা হলে, উদ্যোক্তারা ব্যাংক নির্ভর না হয়ে পুঁজিবাজারে আসবে। সেখান থেকে অর্থ সংগ্রহ করতে পারবে।

এসজেড/

Exit mobile version